৫ম এশিয়া প্যাসিফিক রিজিওনাল এয়ার ইন্টারনেট জাম্বুরী-২০০৯
দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব ।। আগামী ১ এবং ২ আগষ্ট’২০০৯ পর্যন্ত সিঙ্গাপুর স্কাউট অ্যাসোসিয়েশন- এর ব্যবস্থাপনায় ও এশিয়া-প্যাসিফিক রিজিওনের পরিচালনায় ৫ম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল এয়ার ইন্টারনেট জাম্বুরী আয়োজন করা হয়েছে। জাম্বুরীতে অংশগ্রহণকারীবৃন্দ অ্যামেচার রেডিও ও ইন্টারনেট ব্যাবহারের মাধ্যমে অন্য দেশের স্কাউটদের সাথে যোগাযোগ স্থাপন করবে।
আগামী কাল ১ আগষ্ট শনিবার সকাল ১০ টায় জাতীয় স্কাউট ভবনের শামস হলে জাম্বুরীর উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের আন্তর্জাতিক কমিশনার মো: আবদুল করিম প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ.কে.এম. আবদুল আউয়াল মজুমদার বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো: আবুল কালাম আজাদ।
আগামী ২ আগষ্ট রবিবার বিকেল সাড়ে পাঁচটায় একই হলে জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো: মাহফুজুর রহমান ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ৫ম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল এয়ার ইন্টারনেট জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মোহাম্মদ রফিকুল ইসলাম খান।
উদ্ধোধনী এবং সমাপনী অনুষ্ঠানটি http://114.130.8.14:86/ এই ওয়েব ঠিকানায় সরাসির সম্প্রচার করা হবে।