Pages

Sunday, January 10, 2010

৮ম জাতীয় স্কাউট জাম্বুরি-২০১০

৮ম জাতীয় স্কাউট জাম্বুরি-২০১০

দিনবদলে স্কাউটিং- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট গাজিপুর মৌচাকে আয়োজন করেছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি-২০১০। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী জাতীয় স্কাউট জাম্বুরিতে সারা দেশের সর্বমোট ১৫ হাজার স্কাউট ছাড়াও ভারত, ভুটান, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালদ্বীপ, জাপানসহ অন্যান্য দেশের দুই শতাধিক স্কাউট এতে অংশগ্রহণ করবে। ১৬ জানুয়ারী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ম জাতীয় স্কাউট জাম্বুরি-২০১০ এর উদ্বোধন করবেন। এছাড়া স্কাউটদের শুভেচ্ছা জানাবেন মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো:জিল্লুর রহমান। স্কাউটদের জন্য বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পদক শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট, প্রেসিডেন্টস রোভার স্কাউট এবং উড ব্যাজ ও ওল্ড স্কাউট পুনর্মিলনসহ স্কাউটদের জন্য ১৪টি চ্যালেঞ্জ কার্যক্রম থাকবে। জাম্বুরিতে অসুস্থতা নিয়ে কোন স্কাউট অংশগ্রহণ করতে পারবেনা। এছাড়া প্রয়োজনীয় ওষধ, তাঁবুতে বাস-উপযোগী বিছানা, গ্রাউন্ডশিট, স্কাউটদের রেকর্ড বই অবশ্যই অংশগ্রহণকারীদের সাথে নিয়ে আসতে হবে। আগামী ২২ জানুয়ারি ৮ম জাতীয় স্কাউট জাম্বুরি-২০১০ সমাপনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো:জিল্লুর রহমান যোগদান করবেন।